দিও না ফিরিয়ে শিরোনামে একটি গান গেয়েছেন বালাম। গানটি আছে বালাম ৪ অ্যালবামে। রেকর্ডিংয়ের সময় বালামের মনে হয়েছে, গানটির কিছু অংশে একজন নারীর কণ্ঠ থাকলে ভালো হয়। সেই কণ্ঠ তার স্ত্রী সাগুফতা দেন। শুধু তাই নয়, গানটির মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন তিনি। স্ত্রীর গান ও মডেল হওয়া স¤পর্কে বালাম জানান, তার স্ত্রী মূলত শখের বসে গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং মডেল হয়েছেন। স্ত্রীর গায়কি এবং অভিনয় ভাল লেগেছে তার। সাগুফতা জানিয়েছেন, গান ও অভিনয়ের প্রতি আগ্রহ আছে তার। ফলে বালামের দেয় সুযোগ হাত ছাড়া করেননি তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন