চলচ্চিত্র সাংবাদিক জুটন চৌধুরী কোলন ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারের স্টেজ ফোর-এ আছেন তিনি। কলকাতার এ্যাপোলো হাসপাতালে প্রায় এক বছর তার চিকিৎসা চলছে। তিনি নিয়মিত রেডিওথেরাপি ও ক্যামোথেরাপি নিচ্ছেন। এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তারপরও তার পরিবার এবং আত্মীয়-স্বজন তার পাশে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তার পরিবারের পক্ষে এখন চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছে। মিডিয়ার অনেকেই সাধ্যমতো সহযোগিতা করেছেন। তবে জুটন চৌধুরী আশা করেন, প্রধানমন্ত্রী তার চিকিৎসায় পাশে থাকবেন। শিল্প সংস্কৃৃতির সাথে জড়িত মানুষদের পাশে প্রধানমন্ত্রী সবসময়ই থাকেন। সেই ভরসায় জুটন চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন। এদিকে মোট ২৪টি ক্যামো থেরাপি নিতে হবে জুটনকে। যার মধ্যে ১৬টি শেষ হয়েছে। শিগগিরই আরো ক্যামু নিতে হবে বলে জানান তিনি। জুটন চৌধুরী বলেন, ‘প্লিজ আপনারা আমার পাশে থাকুন। আমি আবার আমার পেশাগত কাজ সাংবাদিকতায় ফিরতে চাই। সবাই জানেন যে ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল। এতে অনেক অর্থের প্রয়োজন। প্রতিদিন খরচ বাড়ছেই। তাই পাশে থাকার আহŸান করছি।’ কেউ যদি স্বেচ্ছায় তাকে আর্থিক সহযোগিতা করতে চান তাহলে সঞ্চয়ী হিসাব নং-জুটন চৌধুরী, একাউন্ট নং -১২৮২১০১০০০১৫৪৯, নিউ উস্কাটন, প্রাইম ব্যাংক লিমিটেড-এ জমা দিতে পারেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন