বেশ বড় পরিসরে একটি রেকর্ডিং স্টুডিও চালু করেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। তার রেকর্ডিং স্টুডিওর নাম ক্যান্ডি রেকর্ডিং স্টুডিও। ঢাকার বনানীতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই রেকর্ডিং স্টুডিওটি চালু করা হয়েছে। শাফিন জানান, ৬০০ বর্গফুট আয়তনের এই স্টুডিওতে তার সঙ্গে আছেন শাহরিয়ার শাকিল। তিনি বলেন, এখন ঘরে ঘরে স্টুডিও হয়ে গেছে। তবে ঢাকায় বড় পেশাদার রেকর্ডিং স্টুডিও নেই বললেই চলে। একটি পেশাদার স্টুডিও থেকে যে ধরনের আউটপুট পাওয়া যায়, তা হোম স্টুডিও থেকে মোটেও সম্ভব হয় না। হোম স্টুডিওতে জায়গা ছোট থাকার কারণে একসঙ্গে বেশি মিউজিশিয়ান নিয়ে কাজ করা যায় না। পেশাদার স্টুডিওতে ভয়েস রেকর্ডিংয়ের পরিপূর্ণতা থাকে, যা হোম স্টুডিওর ক্ষেত্রে হেরফের হয়। তিনি জানান, এই স্টুডিওর মিক্স-মাস্টারিংয়ের সার্বিক তত্ত¡াবধানে তিনি থাকবেন। গান রেকর্ডিং ছাড়াও তাদের এই স্টুডিওতে নাটক-সিনেমার ডাবিংয়ের ব্যবস্থা থাকছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন