শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

খ্যাতি মশার আওয়াজের মত -ডেকোটা জনসন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

‘ফিফটি শেডস অফ গ্রে’ এবং ‘ফিফটি শেডস ডার্কার’ তারকা ডেকোটা জনসনয়ের বিবেচনায় খ্যাতি হল মশার ভনভন আওয়াজ শোনার মত। ২৭ বছর বয়সী তারকাটি মন্তব্য করেছেন মানুষ যখন দেখায় তারা বিখ্যাত তাতে সময় আর শক্তির অপচয় হয়।
খ্যাতি সম্পর্কে তিনি একটি সাময়িকীকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, “এটি অবিরত মশার ভনভন আওয়াজের মত। বড়ই অদ্ভুত। মানুষ এই সময় শুধু অন্যদের অযথা মূল্যায়ন চালিয়ে যায় এবং নিজেদেরও একই সঙ্গে প্রকাশ করতে থাকে, খুবই একঘেয়ে। শক্তি আর সময়ের অপচয়।”
ডেকোটা জনসন এর আগে একসময় বলেছিলেন, বিখ্যাত হলেও এখনও অনেকে তাকে সামনাসামনি দেখলে চিনতে পারে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন