অভিনেতা টনি ডায়েস দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অভিনেত্রী রিচি ও নাফিজাও সেখানে। দেশ থেকে কোনো তারকা গেলে টনি ডায়েসের নিউ ইয়র্কের বাসায় সবাই একসঙ্গে মিলিত হন। গল্পগুজব আর আড্ডায় মেতে উঠেন। সম্প্রতি দেশ থেকে যুক্তরাষ্ট্র গিয়েছেন অভিনেত্রী তারিন, নওশীন-হিল্লোল দম্পতি ও অভিনেতা কল্যাণ। যথারীতি টনি ডায়েসের বাসায় তারা একসঙ্গে মিলিত হন। আড্ডা দেন, হৈ হুল্লোড় করেন। সেই আড্ডার একটি ছবি ফেসবুকে প্রকাশ করে টনি ডায়েস ক্যাপশনে লিখেন, ‘সবাই মিলে খালি চিল্লাচিল্লি, সব পাগল গুলান একসাথে আড্ডা আর আড্ডা।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন