আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক আয়না। রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিকটিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, সৈয়দ হাসান ইমাম, প্রভা, মনিরা মিঠু, শশী, গোলাম ফরিদা ছন্দা, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হচ্ছে রবি, সোম ও মঙ্গলবার রাত ৮ টা ১০ মিনিটে। ধারাবাহিকটির কাহিনী গড়ে উঠেছে খান গ্রুপ অব ইন্ডান্ট্রিজের চেয়ারম্যান শাহরাজ খানের পরিবারকে ঘিরে। বিপত্মীক শাহরাজ খানের এই বিশাল বাড়িতে বাস করে তার ছেলে সংগীত শিল্পী মাজাহার খান। মাজাহারের উচ্চাভিলাসী ও কুটবুদ্ধি স¤পন্ন স্ত্রী সানজিদা, বড় মেয়ে স্ত্রী জামিনী ও ছোট মেয়ে অবিবাহিত কামিনীও এখানেই থাকে। এছাড়া বাড়িতে বাস করে শাহরাজ খানের গ্রামের দূর স¤পর্কের দরিদ্র বিধবা বোন সুরাইয়া বেগম ও তার দুই মেয়ে রোশনী ও ফুলকী। গল্পের প্রয়োজনে আরও কয়েকটি চরিত্র রয়েছে যারা দর্শককে বিনোদিত করবে, হাসাবে-কাঁদাবে। নির্মাতা জানান, গড়পরতা গল্পের বাইরে ভিন্নধর্মী বিনোদন আর ভালো লাগার মতো কিছু চরিত্র উপহার দেয়ার চেষ্টা করেছি এই নাটকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন