শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাপ্পা মজুমদারের নতুন গান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটিতে তার সাথে সহ শিল্পী হিসেবে আছেন কলকাতার কন্ঠশিল্পী শাওলী মূখার্জী। গানের শিরোনাম ‘আহারে’। ‘কাগজের নৌকো জলেতে ভাসিয়ে/ ঢেউয়ের কাব্য শিখাও/ গোধূলী বিকালে ক্লান্ত আলোতে কপোলে দৃশ্য সাজাও’ এমন কথার গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সঙ্গীতায়জন করেছেন কলকাতার সঙ্গীত পরিচালক অ¤øান চক্রবর্তী। গানটির ভিডিওতে তিন জোড়া তরুণ- তরুণীর উচ্ছ¡াস প্রকাশ পেয়েছে। গানটির ভিডিও নির্মান করেছে মোশনরক এন্টারটেইনমেন্ট । আর পরিচালনায় ছিলেন মাবরুর রশিদ বান্নাহ। বাপ্পা মজুমদার বলেন, ‘আহারে’ গানটি আমার এবং শাওলীর পছন্দের একটি গান। গানটির ভিডিওতেও আমাদের দেখা যাবে। দারুণ একটা গান। আশা করছি, সুন্দর কথা আর সুরের গানটির অডিও এবং ভিডিও সবার ভালো লাগবে। আজ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘আহারে’ গানটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সুহেল ১৩ অক্টোবর, ২০১৭, ৯:৪৮ পিএম says : 0
আমি গান নামু
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন