বলিউড অভিনেত্রী রিচা চাধা বুঝতে পারেন না মানুষ তাকে কেন রাগী মনে করে। তিনি জানান আসলে তিনি সোজা সাপ্টা ধরণের মানুষ আর অকপটে নিজের কথা প্রকাশ করেন। তার আসন্ন ‘জিয়া অওর জিয়া’ চলচ্চিত্রের প্রচারের এক অনুষ্ঠানে তিনি কথা বলছিলেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে প্রায়শই তিনি কেন তর্কে জড়ান এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন : “আমি রেগে যাই না। আমি সোজা সাপ্টা ধরণের মানুষ আর সবসময় অকপটে নিজের মত প্রকাশ করি, তবে আমার ধারণা সংবাদ মাধ্যমও কম নয়। আমি অকপটে কথ বলি বলে সবাই ধারণা করে নেয় আমি রাগী মানুষ। বিশেষ করে ‘ফুকরে’তে মুখরা ভোলি পাঞ্জাবান চরিত্রে অভিনয়ের পর এক ধরণের ইমেজ সৃষ্ট হয়ে গেছে।”
রিচা বলেন : “ইমেজ তো আমার নিজের তৈরি নয়। সমস্যা হল মানুষ আমাকে ‘মাসান’ ফিল্মের চরিত্রটির জন্য চেনেনি। মনে রেখেছে ‘ফুকরে’র চরিত্রটির জন্য।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন