নীহার আহমেদ'র কথায় শুরু হলো জাহিন খানের ইপি অ্যালবাম ‘তুই তুকারি’। গতকাল লংপ্লে স্টুডিওতে ‘বন্ধু মানে’ শিরোনামের গানটির কণ্ঠ ধারণ করা হয়। সাউন্ডটেক-এর ব্যানারে প্রকাশিতব্য অ্যালবামের গানগুলো নাজির মাহমুদ ও জাহিন খানের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। জাহিন খান বলেন, ইতিপূর্বে নন্দিত গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী আমার ‘হৃদয় জুড়ে’ অ্যালবামের সবগুলো গান লিখেছিলেন। এবার লিখছেন নীহার আহমেদ। কাব্যনির্ভর কথার গানগুলোতে আশা করছি, শ্রোতারা ভিন্নতা খুঁজে পাবেন। নীহার আহমেদ বলেন, জাহিন আগে আমার গান গেয়েছেন। তার কণ্ঠ দারুণ মেলোডিয়াস। এবারের গানগুলোতে কাব্যিকতাকে প্রাধান্য দিয়েছি। আশা নয়, বিশ্বাস করি ভিন্নতর স্বাদ পাবেন শ্রোতার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন