বাংলা ভাষার অন্যতম প্রধান নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রথম প্রয়াণ দিবস স্মরণে প্রাঙ্গণেমোর নাট্যদল নির্মাণ করেছে ‘মোহরঝরা সোনার কলমওয়ালা একজন’ শিরোনামে বিশেষ তথ্যচিত্র। তথ্যচিত্রটি প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায়। তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে সৈয়দ শামসুল হকের সাক্ষাৎকারের পাশাপাশি তার সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন। এছাড়া ঐ দিন সন্ধ্যা ৭টায় একই হলে প্রাঙ্গণেমোরের ৮ম প্রযোজনা সৈয়দ শামসুল হকের লেখা নিরীক্ষাধর্মী কাব্যনাটক ‘ঈর্ষা’ মঞ্চায়িত হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা এবং অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। উল্লেখ নাটকটিতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যাপ্তিকালের। এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর পূর্বে বাংলা ভাষায় হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন