শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সুস্থ হয়ে কাজে ফিরতে চান শেখ রুনা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নাট্যনির্দেশক শেখ রুনা। গত ৮ সেপ্টেম্বর খুলনা থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জের মারাত্বক সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। মাইক্রোবাসে থাকা ১৪ জনের মধ্যে ১২ জন মারা যান। আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান শেখ রুনা। আহত অবস্থায় নির্মাতা কামরুজ্জামান সাগরকে ফোনে খবরটি জানান শেখ রুনা। এরপর ঢাকায় আনা, পঙ্গু হাসপাতালে নেয়া এবং উত্তরায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার সার্বিক ব্যবস্থায় সহযোগিতা করেন কামরুজ্জামান সাগর। রুনা এখন সেই হাসপাতালেই চিকিৎসাধীন। শেখ রুনা বলেন, ‘আমি কিছু কাজের পরিকল্পনা নিয়ে ঢাকায় ফিরছিলাম। কেন যেন মনে হচ্ছিলো কিছু একটা হতে যাচ্ছে। এমন ভাবতে ভাবতেই দুর্ঘটনার মুখোমুখি হই। অনেক কৃতজ্ঞতা নির্মাতা কামরুজ্জামান সাগরের প্রতি। তিনি যে আন্তরিকতা নিয়ে আমাকে সহযোগিতা করেছেন তা আজীবন মনে রাখবো। হাসপাতালের বিছায়নায় শুয়ে শুয়ে অনেক গল্প আমার ভাবনায় এসেছে। সুস্থ হয়ে নিশ্চয়ই সেসব গল্প নিয়ে নাটক-টেলিফিল্ম নির্মাণ করবো। সবার দোয়া চাই, যেন দ্রুত ভালো হয়ে যেতে পারি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন