শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করবেন অনন্ত

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৪ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করার জন্য শিঘ্রই মিডিয়ার সামনে হাজির হবেন। এ তথ্য তিনি জানিয়েছেন তার ফেসবুকের মাধ্যমে। অনন্ত বলেন, বন্ধুগণ, খুব শিঘ্রই একটি সংবাদ সম্মেলন আয়োজন করে অনলাইন সাংবাদিক, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াকে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জ্ঞাপনের কারণ উল্লেখ করে তিনি বলেন, আমি বেশ কিছুদিন ধরেই ইসলামী-ধারায় জীবনযাপন করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে যাচ্ছি। একই সাথে বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গিয়েছি। এছাড়াও সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করেছি। আমার এ ক্ষুদ্র চেষ্টা ও ইসলামের দাওয়াত দেয়ার মুহূর্তগুলো সাংবাদিকরা দেশ ও বিদেশে প্রচার করে আরো অসংখ্য যুবক থেকে শুরু করে অনেককেই বেশি বেশি ইসলামের দাওয়াত দেয়া ও সমাজসেবামূলক কাজ করার অনুপ্রেরণা পৌঁছে দিয়েছেন, যা আসলেই প্রশংসনীয়। এ প্রশংসনীয় কাজের জন্য অনলাইন সাংবাদিক, ইউটিউব চ্যানেল, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সকল শুভাকাক্সক্ষীদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই চিরকৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলন আয়োজন করে অনলাইন সাংবাদিক, ইউটিউবার, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াকে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো ইনশাআল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন