শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কপিল দেবের ভূমিকায় রণবীর সিং

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বেশ কিছুদিন ধরে এই বিষয়টি নিয়ে জল্পনাকল্পনা চলছিল। অবশেষে নিশ্চিত হল কবির খান পরিচালিত পরবর্তী চলচ্চিত্রে রণবীর সিং ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন।
চলচ্চিত্রটির কেন্দ্রে থাকবে কপিলের চরিত্রটি। কাহিনী পটভূমি হবে ১৯৮৩ সালে তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলের বিশ্ব কাপ জয়। টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে ভারত প্রথমবারের মত বিশ্বকাপ জয় করে।
চলচ্চিত্রটি নির্মাণে তদারক করবে অনুরাগ কাশ্যপ, বিকাশ বাহল, বিক্রমাদিত্য মোটওয়ানে এবং মাধু মান্তেনার ফ্যান্টম ফিল্মস।
ঘোষণার পর থেকে চলচ্চিত্রটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বলা হচ্ছে এটি ভারতের চলচ্চিত্রের ইতিহাসে ‘সবচেয়ে বড় স্পোর্টস ড্রামা’। এই ফিল্মটি দিয়ে চলচ্চিত্রের নতুন ধারায় কবির খানের পদচারণা হবে। তিনি এর আগে ‘নিউ ইয়র্ক’, ‘বজরঙ্গি ভাইজান’ এবং সা¤প্রতিক ‘টিউবলাইট’ ফিল্মগুলো পরিচালনা করেছেন।
অন্য দিকে রণবীর সিং তার অভিনয়ে ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের মুক্তির অপেক্ষায় আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন