রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এফএম স্পাইস রেডিও। গত ২২ সেপ্টেম্বর রেডিওটির সিইও তাসনীম বর্ষা ইসলামের (আরজে তাজ) নেতৃত্বে উখিয়ার কুতুপালং, বালুখালি ও থাইংখালিতে আশ্রয় নেয়া কয়েক শত রোহিঙ্গার মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, চিড়া, তেল, আলু ইত্যাদি নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামীতেও স্পাইস কেয়ার ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান প্রতিষ্ঠানটির সিইও। এ ব্যাপারে গণমানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৯৬.৪ ¯পাইস এফএমের সকল অনুষ্ঠানে শ্রোতাসহ সকলের কাছে মানবিক সাহায্যের আবেদন করা হচ্ছে। প্রসঙ্গত: বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে ¯পাইস এফএম-ই প্রথম এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে। ভবিষ্যতেও অন্যান্য যে কোনো জাতীয় দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে ৯৬.৪ স্পাইস এফএম তার সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক সহযোগিতার হাত প্রসারিত করে দেশবাসীর পাশে দাঁড়াতে সচেষ্ট থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন