রোহিঙ্গাদের নিয়ে গান প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ড দল অবসকিওর। ‘সীমান্তে ফের মানুষের ঢল নামছে, পিছমোড়া বিষ ফেলে দিয়ে গেছে বৃশ্চিক। নাফ নদী জল পেরিয়ে আসতে হচ্ছে, ওরাও মানুষ রাষ্ট্রবিহীন নাগরিক।’ এমন কথার গানটির লিরিক্যাল ভিডিও সম্প্রতি ইউটিউবে প্রকাশ করেছে দলটি। গানটির কথা লিখেছেন কলকাতার কবি অমিত গোস্বামী। অবসকিওরের ভোকাল সাইদ হাসান টিপু বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই গান। এর মাধ্যমে আমরা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছি। আমরা চাই, এমন পরিস্থিতিতে সবাই তাদের সাহায্যে এগিয়ে আসুক। এটিকে পৃথিবীর সব গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদও বলতে পারেন। তিনি জানান, শিঘ্রই নতুন অ্যালবাম প্রকাশ করবে অবসকিওর। শিরোনাম ‘স্টপ জেনোসাইড’। এতে গান থাকছে আটটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন