প্রথমবারের মতো কণ্ঠ দিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। ২০১৫ সালে কন্ঠশিল্পী ইমরানের গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি নতুন করে গেয়েছেন ইমরান। এই গানেই ইমরানের সঙ্গে কন্ঠ দিয়েছেন পূর্ণিমা। গত ২৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় ইমরানের নিজস্ব স্টুডিওতে পূর্ণিমা এই গানে কন্ঠ দেন। ইমরানের সুর সঙ্গীতে এই গানে কন্ঠ দেয়ার সময় নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হন পূর্ণিমা। ভয়েস দেয়ার সময় ইমরান তাকে সহযোগিতা করেছেন। শফিক তুহিনের লেখা ইমরানের সুর সঙ্গীতে ইমরানেরই গাওয়া এই গানটি এরইমধ্যে ইউটিউবে প্রায় এক কোটি আশি লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। রেকর্ডিং শেষে পূর্ণিমার গাওয়া নিয়ে ইমরান বলেন, ‘তার গায়কীতে আমি সত্যিই বিস্মিত ও মুগ্ধ। শুরু থেকেই যদি এই গানের কোন ফিমেল ভার্সন থাকতো তবে এর চেয়ে ভালো আর হতো না। গানটি নিয়ে আমি নতুনভাবে আশাবাদী। আশা করি, পূর্ণিমা আপুর কন্ঠে আমার গানের নতুন এই আয়োজন সবাই বেশ উপভোগ করবেন।’ পূর্ণিমা বলেন, ‘গানটি গাওয়ার সময় বিশ্বাসই হচ্ছিলো না যে আমি এতো ভালোভাবে গাইতে পারছি। তবে এই গানে আমার কন্ঠকে যথাযথভাবে শ্রোতা দর্শকের কাছে তুলে ধরার পুরো কৃতিত্ব ইমরানের। আমিও গানটি নিয়ে অনেক বেশি আশাবাদী।’ এদিকে ঈদের পর এখনো পূর্ণিমা অভিনয়ে ফিরেননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন