বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ শিল্পকলায় মেরাজ ফকিরের মা

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ মঞ্চায়িত হবে আবদুল্লাহ আল মামুন রচিত বহুল আলোচিত নাটক মেরাজ ফকিরের মা। নাটকটির নাম ভ‚মিকায় অভিনয় করবেন ফেরদৌসী মজুমদার। কোন এক সময়ের যাত্রা দলের অভিনেতা মোজাহের ভুলতে পারে না তার অতীত স্বভাব। তাই ৩৯ বছর পরও তার কথা ও চলনে থাকে যাত্রা পালার ডায়লগ ও গান। গাইতে থাকে নিশিথে যাইও ফুল বনে রে ভ্রমরা গানটি। নিজের স্ত্রী আলো বিবির সঙ্গে যাত্রাপালার ঢংয়ে কথাবার্তা দিয়েই শুরু হয় নাটকের গল্প। নাটকে উঠে এসেছে আজকের বাংলাদেশের ঘটমান কিছু বাস্তবতা। ধর্ম ব্যবসাকে পুঁজি করে, ধর্মের অপব্যাখ্যা করে এক শ্রেণীর স্বার্থলোভী অসৎ মানুষ অপচেষ্টা চালাচ্ছে দেশজুড়ে, তার চিত্রও উঠে এসেছে নাটকে। নাটকের অন্যান্য কুশীলবরা হলেন, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, তোফা হোসেন, মজিবর রহমান জুয়েল, তানজুম আরা পল্লী, মারুফ কবির, সাইফ জোয়ারদার, আব্দুল কাদের প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনায়-হাসান আহমেদ, আলোক পরিকল্পনায়- ঠান্ডু রায়হান এবং আবহ সঙ্গীতে প্রদীপ কুমার নাগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন