রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হলেন অভিনেতা ডা. এজাজ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ডা. এজাজুল ইসলাম যিনি ডা. এজাজ হিসেবেই বেশি পরিচিত। অভিনেতা হিসেবে যেমন দক্ষ, তেমনি একজন চিকিৎসক হিসেবেও দক্ষ। অভিনয়ের পাশাপাশি তিনি তার পেশাগত কাজও চালিয়ে নিচ্ছেন। সম্প্রতি তিনি চিকিৎসা পেশায় বড় এক দায়িত্ব পেয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। ডা. এজাজ বলেন, চিকিৎসক হিসেবে ব্যস্ততা তো আগে থেকেই ছিল। এখন নতুন দায়িত্ব নিয়ে ব্যস্ততা আরেকটু বেড়েছে। সবাই আমাকে অভিনয়শিল্পী হিসেবে ভালোবাসেন। এই ব্যস্ততার মাঝেও যখনই সময় বের করতে পারবো, অভিনয় করবো। একই সঙ্গে চিকিৎসক হিসেবে আমার দায়িত্বও ঠিকভাবে পালন করে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, ডা. এজাজুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস পাশ করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতোকোত্তর স¤পন্ন করেন। নন্দিত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে মিডিয়ায় অভিনয় শুরু করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন