শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রধান বিচারপতির বাসভবনে যাবেন বিচারপতিদের প্রতিনিধিদল

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বর্তমান অবস্থা, বিচার বিভাগের উপর চরম আঘাত বলে মনে করেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। গতকাল বিকালে বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সিনিয়র আইনজীবীদের জরুরী সভায় প্রধান বিচারপতির হঠাৎ ছুটিতে যাওয়ার বিস্ময়ও প্রকাশ করা হয়। এছাড়াও তারা মনে করেন প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার বিচারঙ্গনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় বিচারপতি এস কে সিনহার সর্বশেষ অবস্থান জানতে বিচারপতি খাদেমুল ইসলাম চেীধুরীর নেতেৃত্ব একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সরকারি বাস ভবনে গিয়ে সাক্ষাত করবেন। এছাড়া আইনজীবী সমিতির নেতৃত্বে সিনিয়র আইনজীবীরা আজ সকাল ৯টায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত হয়ে এস কে সিনহার অবস্থানও জানতে চাইবেন। আইন অঙ্গণে এমন উদ্ভুত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আবার আজ (বৃহস্পতিবার) সিনিয়র আইনজীবীরা বৈঠকে বসবেন।
এদিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বিচারাঙ্গনের ফেরত চেয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি আইনজীবীরা।
জরুরী সভা: আইন অঙ্গণে এমন উদ্ভুত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের পরিচালনায় জরুরী সভায় সিনিয়র আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আইনবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইচ চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সাবেক মন্ত্রী মীর মোহাম্ম্দ নাসির উদ্দিন, আমিনুল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ড. মো. শাহজাহান, এ বি এম রফিকুল্লাহ। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি খাদেমুল ইসলাম, বিচারপতি আবদুল আউয়াল, বারের সাবেক সম্পাদক বদরুদোজ্জা বাদল ও গিয়াস উদ্দিন আহমেদ, এছাড়াও সুব্রত চৌধুরী, শাহ খসরুজ্জামান, ঢাকা বারের সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মো: চৌধুরী আলাল, জামিল আকতার এলাহী প্রমুখ। সভা শেষে জয়নুল আবেদীন বলেন, প্রধান বিচারপতির হঠাৎ ছুটিতে যাওয়ার সিনিয়র আইনজীবীরা বিস্ময় প্রকাশ করয়েছ। এছাড়াও তারা মনে করেন বিচারঙ্গনে এক ধরনরে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সকল দলমত নির্বিশেষে কাজ করতে চায়। আমরা বৃহত্তর ঐক্যেও জন্য আগামীকাল ফের ৪টায় আবার সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনায় বসব। আমরা বৃহত্তর ঐক্য চাই। এখানে বিশেষ কোন রাজনৈতিক দলের কাজ করা হয় না। আজ সভায় দুইটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, বিচারপতি এস কে সিনহার সর্বশেষ অবস্থান জানতে বিচারপতি খাদেমুল ইসলাম চেীধুরীর নেতেৃত্ব একটি কমিটিও গঠন করা হয়। কমিটি আছেন হাইকোর্ট বিভাগের কয়েকজন সাবেক বিচারপতি। তারা প্রধান বিচারপতির বর্তমান অবস্থান জানতে সরকারি বাস ভবনে গিয়ে সাক্ষাত করবেন।
এছাড়াও আইনজীবী সমিতির নেতেৃত্ব সিনিয়র আইনজীবীরা বৃহস্পতিবার দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতেৃত্বধীন ১ নম্বার কোর্টে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবস্থার বিষয়ে জানতে চাইবেন। একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের বিচারপতিদের সহয়োগিতা কামনা করবেন। এরপর বিকাল ৪টায় সিনিয়র আইনজীবীদের নিয়ে বৈঠকে বসে করনীয় ঠিক করবেন।
বিএনপিপন্থীদের বিক্ষোভ মিছিল: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সকাল সোয়া ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। আইনজীবী সমিতির বিভিন্ন ভবন মিছিল করে। মিছিলে প্রধান বিচারপতিকে স্বপদে ফিরিয়ে আনার দাবিতে ¯েøাগান দেন আইনজীবীরা। মিছিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম, অ্যাডভোকেট আশফাকুজ্জামান, অ্যাডভোকেট মোস্তফা কামাল, অ্যাডভোকেট মনির হোসেন, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, আইয়ুর আলী আশ্রাফী, অ্যাডভোকেট শরীফ ইউ আহমেদসহ অর্থ শতাধিক আইনজীবী অংশ নেন। পরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এসময় তারা বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের নানা শ্লোগান দেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Badhon asakra ৫ অক্টোবর, ২০১৭, ৯:১৩ এএম says : 0
সিনহার প্রতি অন্যায় করা হচ্ছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন