শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চীন সীমান্তে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ৩:১৪ পিএম

চীন সীমান্তের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে কপ্টারটিতে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছেন।

ভারতের প্রতিরক্ষা মুখপাত্র সুনীত নিউটনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার তৈরি এমআই-১৭ মডেলের এ হেলিকপ্টারটিতে করে সেনা কর্মকর্তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের একটি সীমান্ত ঘাঁটিতে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানায়।

ভারতীয় বিমানবাহিনীর বরাতে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকাল ৬টায় ১৭শ ফুট উচ্চতায় থাকাবস্থায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিমানটি বিধ্বস্ত হয় ইয়াংচিতে, যা চীন সীমান্তবর্তী তাওয়াং শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

নিউটন বলেন, শুক্রবারের দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রয়টার্স জানায়, নতুন বিমান ও হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে নিজেদের বিমানবাহিনীর আধুনিকায়নের চেষ্টা করছে ভারত। কিন্তু তাদের ক্রয় প্রক্রিয়া বেশ ধীরগতির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন