শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ফখরুলসহ ৪ জনকে বিমানবন্দরের ভেতরে থাকার অনুমতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ৪:১৬ পিএম

বিমান থেকে অবতরণের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪ জনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকার অনুমতি দেয়া হয়েছে।

বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিমানবন্দরের ভেতরে থাকার জন্য বিএনপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের অনুমতি চাওয়া হয়েছিল। তবে বিমান কর্তৃপক্ষ ৪ জনকে অনুমতি দিয়েছেন। বিমান থেকে বেগম জিয়া অবতরণ করার তারা ম্যাডামকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করবেন।

যাদেরকে বিমানবন্দরের থাকার অনুমতি দেয়া হয়েছে তারা হলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম, দেহরক্ষী মাসুদ রানা ও গুলশান কার্যালয়ের কর্মচারী জসিম।

ফিরোজ জানান, বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন