মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রোহিঙ্গা মুসলমানদের ফিরিয়ে নিয়ে মানবতার পরিচয় দিন

কুতুপালং ক্যাম্পে ত্রাণ বিতরণকালে ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রোহিঙ্গা মুসলমানদের ফিরিয়ে নিয়ে মানবতার পরিচয় দেয়ার জন্য মায়ানমারের নেত্রী সুচির প্রতি আহবান জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
রোহিঙ্গা মুসলমানদের বেঁচে থাকার অধিকার মায়ানমার সরকারকেই দিতে হবে। মঙ্গলবার দুপুরে উখিয়ার কুতুপালং আশ্রয় কেন্দ্রে রোহিঙ্গা মুসলমানদের মাঝে ত্রাণ সমাগ্রি বিতরণকালে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান একথা বলেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ-এর ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, ধর্মমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম শফিক ও ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু সাঈদ।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান রোহিঙ্গা মুসলমানদের মাঝে ৫শ’ বান ঢেউটিন, ৩শ’ নলকূপ ও শুকনো খাবার বিতরণ করেন। তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলমানরা আমাদের মেহমান। এসব মেহমানদের মর্যাদা রক্ষা করতে হবে। ধর্মমন্ত্রী ১২টি বিনা মূল্যের চিকিৎসা কেন্দ্রে রোহিঙ্গা মুসলামনদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণেও গুরুত্বারোপ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন