স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সন্তানদের গড়ে তুলুন। সন্তানদের সময় দিন। তাদের ফাস্টফুড খাবার থেকে বিরত রাখুন। প্রিয় সন্তান যেনো কোনোভাবেই মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৬ উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের শিশু সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করাই হবে বঙ্গবন্ধুর জন্মদিনের যথার্থ শ্রদ্ধা নিবেদন। শিশুরাই আগামী দিনের জন্য ভবিষ্যৎ। শিশুরা বঙ্গবন্ধু, বাংলাদেশ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সঠিকভাবে জানার মধ্য দিয়ে যাতে বেড়ে উঠতে পারে সে জন্যই বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের প্রায় তিনশ’ শিশু সন্তানরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. এম ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডীন প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব প্রফেসর ডা. এম এ আজিজ, রেজিস্ট্রার প্রফেসর ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সাবেক প্রক্টর প্রফেসর ডা. এএসএম জাকারিয়া স্বপন, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, অতিরিক্ত রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. আসাদুল ইসলাম, সিন্ডিকেট মেম্বার ডা. হারিসুল হক, সহকারী প্রক্টর ডা. এস এম মোস্তফা জামান প্রমুখ। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ হাজার ৫২৮ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেয়া হয়। এর মধ্যে মেডিসিন অনুষদে ৩২৬০ জন, সার্জারি অনুষদে ১৯৭৮ জন এবং ডেন্টাল অনুষদে ২৯০ জন রোগীকে এ সেবা দেয়া হয়। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৪২টি বিভাগের ৫১ জন প্রফেসর, ৩৫ জন সহযোগী অধ্যাপক, ৪১ জন সহকারী অধ্যাপক, ২৪০ জন মেডিক্যাল অফিসারসহ কর্মকর্তা, নার্স, কর্মচারী ও আনসারবৃন্দ অংশ নেন। সকাল ৯টায় বহির্বিভাগে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডা. কামরুল হাসান খান। এরপর তিনি রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এর আগে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সকাল সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ভিসি ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে ভিসি বি-ব্লকের নিচে ও বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে বঙ্গবন্ধুর কর্মজীবনের উপর চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন