বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতে হিজবুল মুজাহিদিন প্রধানের ছেলে গ্রেফতার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জম্মু ও কাশ্মিরে হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে সৈয়দ সাহিদ ইউসুফকে ২০১১ সালে সন্ত্রাসে অর্থায়নের একটি মামলায় দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গ্রেফতার করেছে। হাওলার মাধ্যমে সন্ত্রাসীদের অর্থযোগানের অভিযোগ করা হয়েছে এ মামলায়। গতকাল মঙ্গলবার গ্রেফতার হওয়া ইউসুফ (৪২) রাজ্য সরকারের একজন গ্রাম্য কৃষি সহকারি হিসেবে কর্মরত ছিলেন। তার পরিবার বুডগামে বসবাস করে। ভারতের শীর্ষ সন্ত্রাস দমন সংগঠন এনআইএ’র মতে হিজবুল মুজাহিদিন সন্ত্রাসী আইজার আহমাদ ভাটের কাছ থেকে প্রাপ্ত অর্থ ইউসুফ কাশ্মিরে স্বাধীনতাকামী ও সন্ত্রাসীদের মদদে ব্যবহার করতো। এনআইএ’র মুখপাত্র অলোক মন্ডল সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানান, তাকে দিল্লিতে ডেকে নিয়ে যাওয়া হয়, পরে এ মামলায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর গ্রেফতার করা হয়েছে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন