মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সিরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে : খামেনি

পুতিনের প্রয়াসের প্রশংসা রুহানির

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করলেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। তেহরানে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইরানের সা¤প্রতিক টানাপড়েন এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত বুধবার তিনি তেহরান পৌঁছান। বহুপক্ষীয় পরমাণু সমঝোতা রক্ষা করা সম্ভব হলে আঞ্চলিক ও বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে তা অবদান রাখবে বলে উল্লেখ করেন রুহানি। তিনি বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে তেহরান ও মস্কো উল্লেখযোগ্য অবদান রেখেছে। সন্ত্রাসবাদ-বিরোধী চূড়ান্ত লড়াইয়ে দু’দেশের মধ্যকার পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বরোপ করেন। বৈঠকে পুতিন বলেন, ইরান ও রাশিয়া জ্বালানি, অর্থনীতি, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এবং পরিবহন যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতামূলক সুসম্পর্ক রেখে চলেছে। পুতিন জোর দিয়ে বলেন, কোনো একপক্ষ পরমাণু সমঝোতা বানচাল করতে পারবে না। অপর এক খবরে বলা হয়, সিরিয়াতে মার্কিন নেতৃত্বাধীন জোট সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়েছে এবং পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তেহরান সফররত রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ইরানভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সা¤প্রতিক টানাপড়েন এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। খামেনির সঙ্গে বৈঠকে উঠে আসে সিরিয়া ইস্যু,পরমাণু চুক্তি, ইয়েমেনে হামলা নিয়ে অনেক কিছু। খামেনি বলেন, পরাজয় অস্বীকারের উপায় না থাকলেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, সিরিয়া ইস্যুতে ইরান ও রাশিয়ার মধ্যকার সহযোগিতার ফলাফল প্রমাণ দিচ্ছে যে, যেকোন পরিস্থিতিতে তেহরান ও মস্কো নিজেদের লক্ষ্য অর্জন করতে পারে। সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়ার প্রশংসা করে বলেন, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কার্যকর ভূমিকা রাখায় পশ্চিম এশিয়ায় রাশিয়ার প্রভাব বেড়েছে। পার্সটুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন