পুলিশের বাধার মুখে শেরপুরে বিএনপির ৭ নভেম্বরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শেরপুর জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে শুরু করা হয়। এসময় পুলিশ এসে সমাবেশ বন্ধ করতে গেলে পুলিশের বাধার মুখে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলী, বিএনপি নেতা এডভোকেট রাকিব, এডভোকেট আব্দুল মজিদ বাদল, আওয়াল চৌধুরী, আক্রামুজ্জামান রাহাত প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমেই এ দেশে গনতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। চালু হয়েছে বহুদলীয় গনতন্ত্র। বন্ধ হয়েছে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা। এর সুফল এখন আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলগুলো পাচ্ছেন। আজ ইনু সাহেবরা বড় বড় কথা বলেন, একদলীয় বাকশাল সরকার থাকলে তারাও এদেশে রাজণীতি করার সুযোগ পেতেননা। মন্ত্রী হতে পারতেননা। তিনি আরো বলেন, সরকার জানে এদেশের মানুষ তাদেরকে ভোট দিবেনা। তাই তারা ৫ জানুয়ারির মতো যেনতেন প্রহসনের ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু তাদের এ উদ্দেশ্য সফল হবে না। এদেশের মানুষ আবার তাদের ভোটের অধিকার ফিরে পেতে বিএনপিকেই ভোট দিবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলী বলেন, এ সরকার পুলিশের ভয় দেখিয়ে ক্ষমতাকে দীর্ঘ করতে চায়। কিন্তু এদেশের মানুষ আওয়ামীলীগকে আর ক্ষমতায় দেখতে চায়না। পুলিশের উদ্দেশ্যেও আমরা বলতে চাই, দেশনেত্রীর গাড়ী বহরে হামলা করলো আওয়ামীলীগ আর আপনার মামলা দিলেন বিএনপির নেতাকর্মীদের নামে। যারা এ ধরনের কাজ করছেন তাদেরও বিচার এদেশে একদিন হবেই। আর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন