কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : রাজধানীর মধ্য বাড্ডায় বিপিএল নিয়ে বসা জুয়ার আসরে বাধা দেয়ায় নাসিম আহমেদ ইমাদ উদ্দিন খুনের ঘটনায় প্রধান আসামি আসিফ শিকদারকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপিএল নিয়ে বসা জুয়ার আসরে বাধা দেয়ায় গত ৯ নভেম্বর সকালে খুন হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম।
এ ঘটনায় নাসিমের বাবা আলী আহমেদ সাইফুদ্দীন বাদী হয়ে রাতেই বাড্ডা থানায় মামলা করেন। মামলায় আবদুর রশিদ, রমজান ও আসিফ নামে স্থানীয় তিন যুবক ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন