বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিদেশী তারকা ক্রিকেটার ছাড়াই চলছে বিপিএল ড্রাফট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১:১২ পিএম

এবার ড্রাফটে নেই তারকা কোনো বিদেশী ক্রিকেটার। একই সময় পাকিস্তানের প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে। তাই অনেক বেদেশি তারকা খেলোয়াড় সেখানে নাম লিখিয়েছে। যা বিপিএলকে অনেকটাই ম্লান করে দিচ্ছে। সোমবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২'র প্লেয়ার্স ড্রাফট। শুরুতেই টিম সিরিয়াল নির্ধারিত হয়েছে। এরপর সেই সিরিয়াল অনুযায়ী কে-কখন ড্রাফটে ডাকবে সেটি নির্ধারিত হয়।


প্রথমে ডাকবে কুমিল্লা, ২য় ঢাকা, ৩য় সিলেট, ৪র্থ খুলনা, ৫ম চট্টগ্রাম ও ৬য় বরিশাল।

প্রথম ডাকে যে যাকে নিলেন-

কুমিল্লা লিঠন দাশ, খুলনা শেখ মেহেদি হাসান, চট্টগ্রাম মো: শরিফুল ইসলাম, সিলেট মোসাদ্দেক হোসেন সৈকত, ঢাকা তামিম ইকবাল ও বরিশাল নুরুল হাসান সোহান

এবার ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জনকে। ড্রাফটের আগে একজন স্থানীয় ও তিনজন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো।


এর আগে রোববার রাতে হুট করেই খবর বেরিয়েছে, ঢাকার মালিকানা হারিয়েছে রুপা ও মার্ন গ্রুপ। তাই আজকের ড্রাফটে এই দলটির পক্ষে ড্রাফট টেবিলে বসবে বিসিবির কর্তারাই। অর্থাৎ বিসিবিই আপাতত ঢাকার দল গঠন করবে। যার ধারাবাহিকতায় মাহমুদউল্লাহকে দলে নিয়েছে তারা।

অটো চয়েজ হিসেবে একজন করে দেশী খেলোয়াড় ছাড়াও তিনজন করে বিদেশী খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ ছিল সব ফ্র্যাঞ্চাইজির সামনে। এ সুযোগটি কাজে লাগিয়েছে শুধুমাত্র খুলনা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি। তারা তিনজন বিদেশী এরই মধ্যে নিয়েছে নিজেদের দলে।

একনজরে দেখে নিন ড্রাফটের আগে ছয় দলের খেলোয়াড়

খুলনা
দেশী : মুশফিকুর রহিম
বিদেশী : থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), নবীন উল হক (আফগানিস্তান) ও ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা)

বরিশাল
দেশী : সাকিব আল হাসান
বিদেশী : মুজিব উর রহমান (আফগানিস্তান) ও দানুশকা গুনাথিলাকালা (শ্রীলঙ্কা)

চট্টগ্রাম
দেশি : নাসুম আহমেদ
বিদেশি : বেনি হাওয়েল (ইংল্যান্ড) ও কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)

কুমিল্লা
দেশী : মোস্তাফিজুর রহমান
বিদেশী : নেই

ঢাকা
দেশী : মাহমুদউল্লাহ রিয়াদ
বিদেশী : নেই

সিলেট
দেশী : তাসকিন আহমেদ
বিদেশী : দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও কলিন অ্যালেক্সান্ডার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন