বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

গেমস ক্যান্ডি ক্রাশ

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বুদ্ধির খেলাগুলোর মধ্যে এটা বেশ মজাদার ও কম চার্জ কাটে। এটাতে তিনটি একই কালারের ক্যান্ডি একত্রিত করলেই পয়েন্ট হবে। চারটি বা পাঁচটি একত্রিত করলে পাবেন ইনগ্রিডিয়েন্ট। দুটি ইনগ্রিডিয়েন্ট একত্রিত করলেই অনেক পয়েন্ট পাবেন। এছাড়া গেমটিতে রয়েছে অনেকগুলো লেভেল ও এপিসোড। প্রতি ১০টি লেভেল খেলার পর এপিসোড পরিবর্তন হবে। আর প্রতিটি লেভেলেরই কিছু নিয়ম আছে যা মেনে খেললে খুব সহজেই লেভেল পূরণ করা যায়। গেমটা তৈরি করেছে ‘কিং’ নামের এক কোম্পানি। গেমটির সাইজ ৫৩.৩ গই. আজই গেমটা ডাউনলোড করুন এড়ড়মষব ঢ়ষধু ংঃড়ৎব থেকে, পধহফু পৎঁংয লিখে ংবধৎপয করে।

হাবিবুর রহমান লুবাব

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন