মনটা কাঁদে
দেশটার জন্য মনটা কাঁদে
আসবো দেশে ফিরে
দেশটা হলো আমার কাছে
মুক্ত মানিক হীরে।
দেশে থাকাকালে আমি
একটু বুঝি নাই
মায়ের কাছে দেশের কাছে
সব পেয়েছি ভাই।
দশটা বছর পার করেছি
মরুভূমির দেশে
আমায় তুমি রেখো বেঁধে
একটু ভালো বেসে।
দেশটা ছেড়ে বিদেশ থাকা
কষ্ট ভীষণ হয়
বোনের আদর মায়ের স্মৃতি
হৃদয় মাঝে রয়।
সাজেদুল কিবরিয়া সাগর
স্বাধীনতার নতুন সূর্য
স্বাধীনতার জন্য যারা
দিয়ে গেল প্রাণ,
দেশ সেবা করবো মোরা
রাখবো তাঁদের মান।
নতুন করে গড়বো মোরা
সোনার বাংলাদেশ,
করবো না আর মারামারি
হিংসা-বিদ্বেষ।
স্বাধীনতার মিষ্টি সুবাস
হৃদয় মন জুড়ে,
স্বাধীনতার নতুন সূর্য
উঠুক রোজ ভোরে।
পৃথ্বীশ চক্রবর্ত্তী
ঢাক বাজে আর ঢোলক বাজে
ঢাক বাজে আর ঢোলক বাজে আজ
তিথি-মিথি ইচ্ছে মতোন সাজ।
রঙ-তুলিতে আঁকবে শরীর সারা
নেচে-গেয়ে ফ‚র্তিতে হ হারা।
পান্তা, ইলিশ, আলুভর্তা খাবে
বটের তলায় গ্রাম্য মেলায় যাবে।
ভুলবে না তো রমনা বটমূল
লালন, হাসন, রবীন্দ্র, নজরুল।
যায় কি থাকা এসব ছাড়া বেঁচে?
এসব দেহের অঙ্গ হয়ে গেছে।
নূর মোহাম্মদ দীন
বাংলা নববর্ষ
বছর ঘুরে আবার এলো
বাংলা নববর্ষ,
তাই বাঙালির মনে এতো
বৈশাখী রঙ হর্ষ।
নতুন বছর নতুন আশা
নতুন ভোরের আলো,
বারোটি মাস কাটুক ভালো
দূর হোক দুঃখ-কালো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন