বিশেষ সংবাদদাতা : আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, বেগম খালেদা জিয়াকে সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজনে তাকে আরো উন্নত চিকিৎসা দেয়া হবে। গতকাল বুধবার দুপুরে নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে এসে ইফতেখার উদ্দিন সাংবাদিকদের প্রশ্নে আরো বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়া হয়েছে। জেল কোডের সবকিছু মেনেই তার চিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের ত্রুটিও হচ্ছে না। এছাড়া ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় আহত আলমুন নাহার অ্যানি ও শেহরিনের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এক নিকট আত্মীয় দেখতে এসেছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন