শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সউদী আরবে ফের ক্ষেপণাস্ত্র হামলা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 আবারও সউদী আরবকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির দাবি, ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে তা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়ার দাবি করেছে বিমানবাহিনী। সউদী আরবের বিমান বাহিনীর প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমের রাজ্য আসিরের দক্ষিণাঞ্চলের শহর খামিস মুসহাতে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর আগে গত ৪ নভেম্বর রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছিল। সেটিও আকাশেই ধ্বংস করে দেয়ার দাবি করেছিল সরকার। এরপর সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুঁশিয়ারি দেন, এই ক্ষেপণাস্ত্র হামলা সউদী আরবের বিরুদ্ধে যুদ্ধের শামিল। এএফপি, আল আরাবিয়াহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন