শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইল-ফিলিস্তিন সমঝোতা শুরু করার আহ্বান রাশিয়ার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জেরুজালেম ইস্যুতে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংকটের মধ্যে দেশ দুটির মধ্যে সমঝোতা প্রক্রিয়া পুনরায় শুরু করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় গত শুক্রবার জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নাবেনজিয়া এ আহ্বান জানান। নাবেনজিয়া বলেন, আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করতে জরুরি ভিত্তিতে একটি ‘অর্থবহ রাজনৈতিক প্রক্রিয়া’ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে মস্কো। নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার প্রতিনিধি বলেন, বর্তমান পরিস্থিতিতে দ্বি-রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের চূড়ান্ত ও টেকসই সমাধান খুঁজে বের করতে হবে। এর উপায় হিসেবে একটি অর্থবহ রাজনৈতিক প্রক্রিয়া আবারও শুরু করা একেবারে অপরিহার্য হয়ে পড়েছে। গত বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্ত ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান দ্বন্দ্বকে আরো সংকটময় করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন