শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চলতি বছর সুদানের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২০ পিএম

চলতি বছরের মধ্যেই সুদানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে ইসরাইল। গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তেলআবিবে এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি সুদানে তার ‘ঐতিহাসিক কূটনৈতিক সফর’-এর সময় সুদান নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে সংশ্লিষ্ট চুক্তির খসড়া ঠিক হয়েছে। সুদানের নতুন নির্বাচিত সরকার গঠিত হবার পর এ চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সুদান আর ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একমত হয়।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, সুদানের সাথে খাদ্যশস্য, জলসম্পদ প্রশাসন, ও কৃষি খাতে সহযোগিতা জোরদার করবে তেলআবিব। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন