শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিএনপির বিজয় র‌্যালিতে জনতার ঢল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ৫:২৮ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি বিজয় র‌্যালি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে। রোববার দুপুর ৩টার দিকে এ র‌্যালি শুরু হয়। র‌্যালিতে জনতার ঢল নামে। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপান্তরিত হয়। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে। র‌্যালি শুরু হলে সড়কের দু’পাশে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হাত নেড়ে কখনো করতালি দিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে থাকেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন