স্বাধীনতা প্রশ্নে গণভোটের পর এবার স্পেনের কেন্দ্রীয় সরকারের ডাকা আঞ্চলিক নির্বাচনে ভোট দিচ্ছে কাতালোনিয়ায় জনগণ। একে অঞ্চলটির স্বাধীনতাপন্থীদের ভাগ্য নির্ধারণী নির্বাচন বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এই নির্বাচনের মধ্য দিয়ে কাতালোনিয়ার রাজনৈতিক সংকট নিরসনের সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্পেনের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। রাত ৮টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর পরই গণনা শুরু হবে এবং ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সবশেষ কয়েকটি জরিপে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে ১৬৮টি আসনের মধ্যে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে সাতটি দল ও জোটের আধিপত্য থাকে। উল্লেখ্য, স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালোনিয়ায় প্রায় ৭৫ লাখ মানুষের বসবাস। এর রাজধানী বার্সেলোনা। অঞ্চলটির নিজস্ব ভাষা রয়েছে। স্পেনের সংবিধান অনুযায়ী, সম্পদশালী কাতালোনিয়ার স্বায়ত্তশাসন আছে। তবে সেখানকার জনগণ স্পেনের কাছ থেকে স্বাধীনতা চায়। ২০১৫ সালের সেপ্টেম্বরে কাতালোনিয়া প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সেখানকার স্বাধীনতাকামীরা। নির্বাচনের ওই ফলের মধ্য দিয়ে স্পেন থেকে পৃথক হয়ে নতুন রাষ্ট্র গঠনের পথে এক ধাপ এগিয়ে যায় কাতালানরা। স্পেনের কাছ থেকে স্বাধীনতার জন্য এই বছরের ১ অক্টোবর গণভোট আয়োজন করে কাতালোনিয়া। গণভোটে ৯০ শতাংশ মানুষ কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দেয়। তবে কাতালোনিয়ার পার্লামেন্টে স্পেন থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রস্তাব পাস হওয়ার পর মাদ্রিদভিত্তিক কেন্দ্রীয় সরকার পুজদেমনকে বহিষ্কার করে। একই সঙ্গে কাতালোনিয়ার সংসদ ভেঙে দিয়ে ও সায়ত্ত¡শাসন বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে। এরপরই বেলজিয়ামে চলে যান পুজদেমন। নভেম্বরে স্পেন পুজদেমনের নামে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করলে আত্মসমর্পন করেন তিনি। এরপর ১৫ দিনে একবার আদালতে হাজিরা দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয় তাকে। বেলজিয়াম ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে দেশটির আদালত। তবে স্পেনে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা এখনও বহাল আছে। দেশে ফিরলে গ্রেফতার করা হবে তাকে। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন