শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

শক্তিশালী হয়েছে পাক রুশ সম্পর্ক : মস্কো

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত তিন চার বছরে পাকিস্তান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক শক্তিশালী হয়েছে। একথা বলেছেন, পাকিস্তানে নিযুক্ত রুশ কনসাল জেনারেল ড. আলেকজান্ডার ডি. খোজিন। পাকিস্তানের বন্দরনগরী করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান ও রাশিয়া দু’দেশই এ অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আনার চেষ্টা করছে এবং আমরা পরস্পরকে সমর্থন দিচ্ছি। তিনি জানান, পাকিস্তান ও রাশিয়ার মধ্যে স¤প্রতি বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে এবং দু’দেশের সরকার পারস্পরিক স্বার্থে কাজ করছে। সে কারণে ইসলামাবাদ ও মস্কোর মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হচ্ছে। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পাকিস্তান সফর করবেন কি না- এমন এক প্রশ্নের জবাবে খোজিন বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট পুতিনের ওপর নির্ভর করছে এবং কূটনীতিকদের কাজ হচ্ছে সেতুবন্ধন তৈরি করে দেয়া। আরটি, পার্সটুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন