শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হাসপাতালে ‘ইচ্ছাকৃত হামলা’ গুরুতর যুদ্ধাপরাধ: মস্কো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪ পিএম

রাশিয়া বলেছে যে, লুহানস্কের একটি হাসপাতালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে পশ্চিমাদের নীরব প্রতিক্রিয়া যুদ্ধে তাদের সরাসরি জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে।

মস্কো বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকা নোভোয়াইদারের একটি হাসপাতালে শনিবারের হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে, যাতে অন্তত ১৪ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক মানবিক আইনকে কিয়েভ আরেকবার ভয়ঙ্করভাবে পদদলিত করা পরেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ন্যাটো দেশগুলির প্রতিক্রিয়ার অভাব আবারও সংঘাতে তাদের সরাসরি জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে।’

‘বিদ্যমান বেসামরিক চিকিৎসা কেন্দ্রে ইচ্ছাকৃত গোলাবর্ষণ এবং বেসামরিকদের লক্ষ্যবস্তু করে হামলা কিয়েভ সরকার এবং তার পশ্চিমা প্রভুদের গুরুতর যুদ্ধাপরাধ,’ মন্ত্রণালয় বলেছে। সূত্র: টিআরটি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন