শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আমাকে দিয়ে অশোভন কাজ করাবেন না -তারানা হালিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

তথ্য মন্ত্রণালয়ে যোগ দিয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটের আগে একটি প্রত্যাশার জায়গা থেকে তাকে এ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। অনুরোধ করছি আগের মন্ত্রণালয় সম্পর্কে আমাকে কোনো প্রশ্ন না করলে খুশি হবো। আমাকে দিয়ে সেই অশোভন কাজটি করাবেন না।
গতকাল রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে প্রথম অফিস করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাংবাদিকদের সামনে হাজির হন একই মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী তারানা হালিম। তথ্যমন্ত্রীর বক্তব্যের পর আগের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে ১৫ মিনিটের বেশি কথা বলেন তারানা। বক্তব্য শেষে কোনো প্রশ্নের জবাব দিতে চাননি তিনি। অনুরোধ করছি আগের মন্ত্রণালয় সম্পর্কে আমাকে কোনো প্রশ্ন না করলে খুশি হবো। কারণ, আমি সেই মন্ত্রণালয় থেকে আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছি। আমি কী করেছি, তার বাইরে কোনো কথা বলা শোভন হবে না। মন্ত্রিপরিষদ রিশাফলের পর কয়েকটি গণমাধ্যমে কষ্ট পাওয়ার মন্তব্য নিয়ে আপনার বক্তব্য এসেছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তারানা বলেন, আমি এটুকু বলতে চাই, আগের যে বিভাগ সেই বিভাগ সম্পর্কে একটি কথাও বলব না। এর কারণ হচ্ছে, সেই বিভাগ থেকে এই বিভাগে এসেছি, আমার কি এখন কোনোরকম এখতিয়ার আছে সেই বিভাগ সম্পর্কে কথা বলার, এখতিয়ার কিন্তু নেই। আমি এখতিয়ারবহির্ভূত কাজ ছোটবেলা থেকেই করিনি, পরিবারেও শিখিনি, আমি কোনো অশোভন কথা বলতেও শিখিনি। ওই মিনিস্ট্রি রিলেটেড কাজ, আমাকে এই মিনিস্ট্রিতে। আমি মনে করি একটি জিনিস, একটি চ্যালেঞ্জিং মিনিস্ট্রি থেকে প্রধানমন্ত্রী বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে, নির্বাচনের আগে সঠিকভাবে কাজ করার একটি প্রত্যাশা থেকে, ইনু ভাইয়ের সঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করব এবং সঠিকভাবে কাজ করব। সে জন্য একটি চ্যালেঞ্জিং মিনিস্ট্রি থেকে আরেকটি চ্যালেঞ্জিং মিনিস্ট্রিতে আমাকে দিয়েছেন। কাজেই আমি কোনোভাবেই মনে করি না, এখানে কোনো অন্য কিছু ভাবার সুযোগ আছে। কাজ করলে সব। তিনি বলেন, ভালো কাজ করার জন্য যখন যেখানে যাব সততার সঙ্গে কাজ করব। আমি দুর্নীতির সঙ্গে কখনও আপোষ করিনি, করব না, করা সম্ভব নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, দুর্নীতির সঙ্গে আমাদের কখনও সমঝোতা হতে পারে না। এই ধারা এখানেও থাকবে। তারানা হালিম বলেন, আগের মতোই আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। আপনাদের দাবিগুলো ইনু ভাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। সরকারের শেষ বছরে গত মঙ্গলবার মন্ত্রিসভায় নতুন চারজনের শপথ নেয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রী করা হয় তারানা হালিমকে। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন