ইনকিলাব ডেস্ক : বিশ্বের সাতটি দেশ থেকে কূটনৈতিক মিশন গুটিয়ে নিচ্ছে ইসরাইল। দেশটির ইংরেজি দৈনিক হারেৎজ বলছে, ইসরাইলের নতুন বাজেটে বিশ্বব্যাপী সাতটি কূটনৈতিক মিশন বন্ধ করার পরিকল্পনা নেয়া হয়েছে। গত শুক্রবার ইসরাইলের ২০১৯ সালের অর্থনৈতিক বাজেট পাস হয়েছে। তবে কোন কোন দেশ থেকে মিশন গুটিয়ে নেয়া হচ্ছে সেবিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি হারেৎজ। এর আগে দেশটি বিশ্বের ২২ দেশ থেকে কূটনৈতিক মিশন বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছিল। কূটনৈতিক মিশন পরিচালনার ব্যয় বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র, কানাডা ও তুরস্কের মতো দেশ থেকেও মিশন বন্ধের ব্যাপারে পর্যালোচনা শুরু করেছে ইসরাইল। হারেৎজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন