রাজধানীর আফতাবনগর এলাকা থেকে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর সেক্টরের একটি জায়গা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত নাহিন পরিবারের সঙ্গে কুড়িল বিশ্বরোড এলাকার বাছার মিয়ার বাড়িতে ভাড়া থাকত। তার বাব হিরণ মিয়া পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, প্রতিবেশী কিশোর মশিউর রহমানের (১৬) দেখিয়ে দেয়া স্থান থেকে নাহিনের লাশ উদ্ধার করা হয়। মশিউর ও নাহিন প্রতিবেশী। গতকাল বিকালে কুড়িলে নিজেদের ভাড়া বাসার সামনে দুজনকে একসঙ্গে খেলতে দেখা গেছে।
এর পর থেকেই নাহিন নিখোঁজ ছিল। সে কারণে প্রথমে মশিউরকেই জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ইট দিয়ে আঘাত করে নাহিনকে হত্যা করে সে।
তবে কী কারণে নাহিনকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন