রাজধানীর রামপুরার হাজীপাড়ার একটি বাসা থেকে রাশিদা আক্তার (৩৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। শনিবার সকালে রামপুরা থানার অফিসার ইনকচার্জ (ওসি) প্রলয় কুমার বলেন, ‘হাজীপাড়ার একটি বাসা থেকে রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবারের সদস্যদের বরাদ দিয়ে তিনি জানান, নানা রোগে তিনি ভুগছিলেন রাশিদা আক্তার। তাদের ধারণা যন্ত্রণা সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন