বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা চলাকালে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলের আশপাশ থেকে অন্তত ২০ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল (শনিবার) সকাল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাস্থলের কাছ থেকে তাদের আটক করে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে হোটেলের সামনে থেকে পাঁচজনকে তুলে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হোটেলের পাশের গলি থেকে আরো আটজনকে আটক করা হয়। তার কিছুটা পরে আরো অন্তত ৮-১০ জনকে আটক করে বড় মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পুলিশ। আটকের ঘটনার পর পরই সেখানে কর্মীদের উপস্থিতি কমে যায়। চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ আনে আইনশৃঙ্খলা বাহিনী। হোটেলের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও রাজশাহী জেলা বিএনপির সম্পাদক মতিউর রহমান মন্টুসহ ৬জন নেতাকে গ্রেফতার করে পুলিশ। গত কয়েকদিনে সারাদেশে বিএনপির প্রায় ৪০০ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে দলের নেতারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন