রাজধানীর চানখাঁরপুল এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সাথে হাজার হাজার নেতাকর্মী চানখাঁরপুল এলাকায় পৌঁছালে পুলিশ সেখানে তারে আটকে দেয়। বেগম খালেদা জিয়ার গাড়িবহর আদালত প্রাঙ্গণে পৌঁছে গেলে পুলিশ নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়ার জন্য লাঠিচার্জ শুরু করে। এতে নেতাকর্মীরা এলোমেলোভাবে দৌড়াদৌড়ি শুরু করে। পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। মুহূর্তে চানখাঁরপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ চানখাঁরপুল এলাকা থেকে ডিবি পুলিশ ছাত্রদলের নেত্রী সাইমুন বেগম এবং সোহাগ নামের একজনকে আটক করেছে বলে নেতাকর্মীরা অভিযোগ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন