জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ডের আদেশকে ষড়যন্ত্রমূলক রায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা একটা চক্রান্ত, খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে এই ষড়যন্ত্রমূলক রায় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, এই মিথ্যা মামলায় সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক রায় ঘোষণা করা হয়েছে। এর কোনো ভিত্তি নেই। এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
বিএনপির পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব, কি ব্যবস্থা নেব তা জানানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন