শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

মেয়র আরিফকে বাসা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:৪২ পিএম | আপডেট : ৯:২৫ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে এখন বাসা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। সকাল থেকে তার কুমারপাড়াস্থ বাসার সম্মুখে ফোর্সসহ অবস্থান নেয় সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কমর উদ্দিন। মেয়র আরিফ বাসা থেকে বের হয়ে অফিসে আসার চেষ্টা করলে তাকে আটকে দেয় তারা। একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। এসময় তাকে বের হতে বাধা দেয়ার কারন জিজ্ঞেস করলে, পুলিশ জানায় উপরের নির্দেশ। একপর্যায়ে তার সাথে প্রকাশ্য অসৌজন্যমুলক আচরণ করে বলেও জানান তিনি। মেয়র আরিফ বলেন, আমি একজন জনপ্রতিনিধি, আমাকে বাসা থেকে বের হতে বাধা শুধু নয়, আমার সাথে রুড ব্যবহার করে, যা অবিশ্বাস্য ও দু:খজনক। পুলিশ সূত্র জানায়, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশংকায় আরিফুল হক চৌধুরীকে বাসা থেকে বের হতে দেওয়া হচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তিনি বাসায় অবস্থান করতে বাধ্য হচ্ছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nannu chowhan ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:৪৪ এএম says : 0
Eaishob onnai obicharer bichar Allah rabbul alamin eak din korben Inshah Allah...
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন