দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে জেলা বিএনপির নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করেন তারা।
এ সময় কয়েকশ' নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখন জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন