দিনাজপুরের ফুলবাড়ীতে নিমতলা মোড়ের বিএনপি অফিস থেকে বিকেল ৫টায় নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। নেতাকর্মীরা পুলিশ বেষ্টনীর মধ্যেই শ্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে শ্লোগানেও পুলিশ বাধা সৃষ্টি করলে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। নেতাকর্মীরা পুলিশ বেষ্টনী ভেঙ্গে মহাসড়কের উপর মিছিল শুরু করলে পুলিশ লাঠি চার্জসহ ব্যাপক ধস্তাধস্তি করে মিছিল ভণ্ডুল করে দেয়।
এ সময় দলীয় অফিসের সামনে বিক্ষোভ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ খোকন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক সাহাজুল ইসলাম, ছাত্রদল সভাপতি মাহাবুব হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম জাকিউর রহমান চঞ্চল প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন