বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ মঙ্গলবার সকালে অবস্থান ধর্মঘট পালন করেছে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূঁইয়া, সাধারণ সম্পাদক একেএম রেজাউল করিম, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক ,সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, হেলালুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম সরকার, সাবেক সভাপতি শামসুল আলম, দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খান প্রমুখ। এ ছাড়াও উপজেলা ছাত্রদল, যুবদল, শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান ধর্মঘটে অংশ নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন