শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট পালন

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ২:২৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে অবস্থান ধর্মঘট পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার উপজেলা সদরের বংশাই রোডে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে এ অবস্থান ধর্মঘট পালিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, তারিকুল ইসলাম নয়া, অ্যাডভোকেট আব্দুর রউফ, আব্দুল কাদের সিকদার, নূরুল ইসলাম, শফিকুল ইসলাম ফরিদ, কুব্বত আলী মৃধা প্রমুখ। এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান ধর্মঘটে অংশ নেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন